বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বাহুবলে অর্ধ শতাধিক পূজামন্ডপে চলছে শেষ মুহূর্তেও প্রস্তুতি। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত রং আর তুলির আঁচড়ে দেবীর শেষ রূপায়ণের কাজ করছেন প্রতিমা শিল্পীরা।
আগামী ১৯শে অক্টোবর মহাষষ্ঠির মধ্য দিয়ে পূজা শুরু হয়ে চলবে ২৩শে অক্টোবর
পর্যন্ত।
আইনশৃঙ্খলা রক্ষায় সার্বজনীন মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে দফায় দফায় অনুষ্টিত হয়েছে।
এবার পূজা উদযাপন কমিটিতে রয়েছেন নিরঞ্জন সাহা নীরু, নীহার দেব, বিকাশ দেব, অভিজিৎ ভট্রাচার্য, সঞ্জয় দেব, নিশি কান্ত পোপ।
জানা যায়, সার্বজনীন ৪৬টি এবং ব্যক্তিগত ২টি পূজামন্ডপসহ উপজেলাতে এবার ৪৮টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভচ্রাচার্য জানান, উপজেলার সবচেয়ে বড় দুর্গা পুজা মন্ডপটি মিরপুরের বানিয়াগাও থেকে সরিয়ে জয়পুর শচীঅঙ্গন ধামে নেওয়া হয়েছে। সব মন্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
গতবছর রসিদপুর পূজা মন্ডপে সমস্যা হয়েছিল তাই রসিদপুর পূজা মন্ডপটি ঝুকিপূর্ণ। তবে এ তালিকা আরও বাড়তে পারে।
পূজা উদযাপন পরিষদের সভাপতি নীরঞ্জন সাহা নীরু জানান, আমরা জয়পুর শচীঅঙ্গন ধামে এবার একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছি। এখান থেকে আমরা সবকয়টি পূজা মন্ডপের খোঁজ খবর রাখব।
বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন পিপিএম জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য পুলিশ প্রশাসনের বিশেষ টিম মাঠে থাকবে। ছাড়া জনগণ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেদিকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj