শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ কলিমনগরে খ্রিস্টিয়ান মিশনে বড় দিনের উপাসনা নানা কর্মসূচীর মধ্যদিয়ে গতকাল শুক্রবার সমাপ্ত হয়েছে। জানা যায়, কাল সারাদিন ব্যাপি শুভবড়দিন ও আসন্ন ইংরেজী নববর্ষ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো জাকজমকের সাথে শায়েস্তাগঞ্জ কলিমনগরে খ্রিস্টিয়ান মিশনে এই বড়দিনে যীশুখ্রিষ্ট পৃথিবীতে মানবরুপে মানুষের মুক্তির জন্য এসেছিলেন। তিনি সকলের জন্যে মঙ্গলের বানী বহন করে নিয়ে এসেছিলেন। সারা বিশে^র ন্যায় শায়েস্তাগঞ্জ করিমনগরে খ্রিষ্টিয়ান মিশনে জাকজমকপূর্ণ ভাবে এই অনুষ্ঠান পালন করা হয়েছে শুভ বড়দিনের উৎসব। তাই বর্নিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো। যীশুর জন্ম উৎসব পালন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায় শেষ করেছে তাদের মাস ব্যাপী প্রস্তুতি। ডিসেম্বরের শুরুতেই খ্রিষ্টান পরিবার গুলোতে শুরু হয়ে যায় বড়দিনের আমেজ। বড় দিনের অন্যতম প্রধান আকর্ষণ ক্রিসমাসট্রি, যীশুর জন্মস্থানের আদলে গোসল সাজানো, আলোকসজ্জার পাশাপাশি মজাদার কেক, মিষ্টি, আর নানা রকম পিঠা তৈরী, প্রিয়জনদের কে উপহার দেয়া হয়েছে। বড়দিনের আয়োজনে পিছে নেই শায়েস্তাগঞ্জ কলিমনগরের খ্রিষ্টান ধর্মালম্বীরাও। গতকাল শুক্রবার সারাদিন ব্যাপি কলিমনগরের খ্রিষ্টান মিশনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এ উৎসবে শিশু ও বড়দের জন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আইসক্রিম, জুস সহ বিভিন্নধরণের খাবারের ব্যবস্থা ছিল। উক্ত উপাসনা অনুষ্ঠানে হবিগঞ্জের কৃতি সন্তান নরওয়ে নূর মিশনের বাংলাদেশের খ্রিস্টান মিশনের পরিচালক মিঃ নেলসন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নরওয়ে নূর মিশনের ড. মিঃ বার্ন্ট, মিসেস ম্যাগহিল্ড, ড. মিঃ হেলগিয়ার, ড. মিসেস এলি, মিঃ হান্স, মিসেস তুরান, কলিমনগর খ্রিস্টান মিশনের চার্চের মিঃ সন্দিপ সরকার, মিঃ জেম্স সরকার, মিঃ মৃদুল সরকার, মিঃ হিল্টন সরকার, মিঃ তেনজিং ঘোষ, মিসেস অমিতা সরকার ও মিসেস নীলিমা সরকার। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর আসম আফজল আলী, প্রভাষক মোঃ জালাল উদ্দিন রুমী, মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। এ ছাড়া খ্রিস্টিয়ানদের অসংখ্য দুর-দুরান্তের অনেক আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। শুভ বড়দিনে সার্বিক নিরাপত্তা দিচ্ছে শায়েস্তাগঞ্জ থানা একদল পুলিশ। স্থানীয় খ্রিষ্টিয় চার্চের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। #
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj