বিশেষ প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অদ্য ১৫ অক্টোবর ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক এবং ১৫৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১৩০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত আখাউড়া কোম্পানী সদরের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম ।
এ সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন এডি আহ্সান হাবীব, কাজিয়াতলী কোম্পানী কমান্ডার সুবেদার মাসুক মিয়া, কসবা কোম্পানী কমান্ডার সুবেদার প্রভানন্দ রিসিল এবং আখাউড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সফিকুল ইসলাম এবং ভারতের পক্ষে ০৫ সদস্যের নেতৃত্ব দেন ১৫৮ বিএসএস কমান্ড্যান্ট রাগবীর সিংহ ।এ সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট শ্রী অরুন কুমার, ডেপুটি কমান্ড্যান্ট শ্রী এন পি সিংহসহ ০২ জন স্টাফ অফিসার ।
বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পেশাগত যোগাযোগ আরও জোরদার ও সুসংহত করার , চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত এলাকায় দুষ্কৃতিকারী/চোরাকারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে আলোচনা হয়।
তাছাড়া সীমান্তের বিভিন্ন সমস্যাদির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা করা হয়। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন বৈঠকে।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত এলাকায় দুষ্কৃতিকারী/চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের বিষয়ে মূলত আলোচনা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj