বদরুল অালম চৌধুরীঃ শেভরন শিক্ষা কর্মসূচী আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া মানুষের শরীর সুস্থ ও মননশীলতা বজায় রাখতে সাহায্য করে। শিশুদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার জন্য উৎসাহ প্রদান করা উচিৎ।
হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গত ১৪ অক্টোবর বুধবার শেভরন বাংলাদেশ-এর অর্থায়নে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।সকালে আউশকান্দি র, প স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর সিনিয়র কোঅর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তোফাজ্জল হক, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা দেবনাথ। আরো উপস্থিত ছিলেন, বিডিএসসি’র প্রজেক্ট অফিসার সাবিনা ইয়াসমিন ও আব্দুল্লা আল মামুন।
সকালে নাদামপুর স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফাপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুন নুর, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল হুদা, ইনাতগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক বদরুল আলম, ঘোলডুবা স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, নাদামপুর স্কুলের মরিয়ম বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল সেট, ক্যারাম বোর্ড, লুডুর বোর্ড, দাবার বোর্ড, লাফানো দড়ি ও ব্যাডমিন্টন সেট তুলে দেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj