মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ
স্যার ক্লাস ফাকি দিয়ে এখন আমরা আর দুষ্টুমি করতে পারি না। দুষ্টুমি করলেই ধরা পড়ে যাই। মিথ্যা বলে আর পাড় পাই না আমরা। ধরা খেয়ে যাই। হেড স্যার ক্লাসে ক্যামেরা ফিট করে দিছেন। হাসি মাখা কণ্ঠে এ কথাগুলো বলছিলো কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাসরিন আক্তার তমা।
তার মত একই সুরে অন্যান্য শিক্ষার্থিরাও জানাচ্ছিল তাদের ভিন্নধর্মী আক্ষেপের কথা। তবে শিক্ষার্থিরা তাদের শ্রেণিকক্ষ ডিজিটাল হওয়ার বেজায় খুশি। তাদের স্কুলে ক্যামেরা সংযোজিত হওয়ায় বেশ উল্লাসিত তারা। সম্প্রতি চুনারুঘাটের কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চুনারুঘাটের ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এটি একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে সংযোজিত হল সিসি ক্যামেরা।
এই ক্যামেরার রেকর্ড পর্যালোচনা করে নেয়া হচ্ছে শিক্ষাবান্ধব পদক্ষেপ। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গত ১৭ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের আর্থিক সহায়তায় শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এখন ওই ক্যামেরার মাধ্যমে শিক্ষকদের পাঠদানসহ ছাত্র-ছাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন সিসি ক্যামেরা স্থাপন করে চুনারুঘাটের কাচুয়া প্রাথমিক বিদ্যালয়টি অনন্য নজির স্থাপন করলো। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে ওই ক্যামেরা যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি বলেন, হবিগঞ্জ জেলার কোনো প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা নেই।
প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিজের শ্রেণিকার্য নিজে বা অন্য সহকর্মীরা দেখে তা থেকে আরো উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। পেশাগত দক্ষতা উন্নয়ন সভায় (পিডিএম) এ বিষয়টি অনেক উপকারে আসবে। সহকারী শিক্ষকরা জানান আমাদের নিজের শ্রেণি কার্যক্রম পরবর্তীতে দেখার সুযোগ পাচ্ছি।
এতে আমরা খুবই আনন্দিত। অভিভাবক হাজী ইয়াকুব মিয়া বলেন এতদিন জানতাম, নিরাপত্তার কারণে সরকার বিভিন্ন অফিসে সিসি ক্যামেরা লাগাতো। এখন সেই ক্যামেরা স্কুলে। বেশ ভালো লাগলো এসব দেখে।
উল্লেখ্য, চুনারুঘাটের কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৫ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে মর্যাদা লাভ করে। গত বছর এ বিদ্যালয় থেকে ১০জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj