মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৪র্থ শ্রেণীর ছাত্র শিশু জুয়েল মিয়া ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেল।
বৃহস্পতিবার(৮অক্টোম্বর)দুপুর আড়াইটায় দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও জুয়েলের ভাই সুহেল মিয়া জানায়- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামপুর গ্রামের হায়দর আলীর ছেলে কুদ্দুছ মিয়ার সঙ্গে একই গ্রামের প্রবাসী ফরিদ পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত জের ধরে ৩০শে সেপ্টেম্বর বিকালে ফরিদ মিয়া ছেলে সুহেল স্থানীয় চেঙ্গারবাজার থেকে বাড়ি ফেরার পথে কুদ্দুছ মিয়ার লোকজন অতর্কিতে হামলা চালিয়ে আহত করে।
সুহেল মিয়া আহত হওয়ার খবর শুনে তার মা ও ছোটভাই আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র জুয়েল মিয়া এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালায়।
শিশু জুয়েলকে দা দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। আহত অবস্থায় জুয়েলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সংজ্ঞাহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(৮অক্টোম্বর) দুপুর আড়াইটায় দিকে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় জুয়েলের ভাই সুহেল বাদী হয়ে সাবেক ইউপি সদস্য মনু মিয়াকে প্রধান আসামি করে ১১জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সামস্-ই-তাবরীজ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের শুকুর আলীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে থানার ওসি মোল্লা মনির হোসেন জানান-শিশু জুয়েল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj