মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সিএনজি চালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের প্রধান ও হত্যা মামলার আসামি টুন্ডা শিরু ও তার দু’সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সেমকো ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করে মাধবপুর থানা পুলিশ।
মাধবপুর থানার এসআই সামস-ই-তার্বরীজ জানান, টুন্ডা শিরুর বিরুদ্ধে চুনারুঘাটের সাতছড়ি ও শায়েস্তাগঞ্জের সুতাং ব্রিজ এলাকায় ২ চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করার অভিযোগ রয়েছে।
চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মঈনবেপার হাটি গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে শিরু মিয়া(৩০) ওরুপে টুন্ডা শিরু, একই গ্রামের লাল মিয়ার ছেলে (২৮)এবং ওই জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শফিক মিয়া(২২)।
এসআই সামস-ই-তার্বরীজ জানায়, ওই দিন সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে টহলরত অবস্থায় বেপরোয়া গতিতে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা একটি অটোরিকশা নিয়ে ব্রাহ্মনবাড়ীয়ার দিকে যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে তাদের ধাওয়া করা হয়। পরে তারা ওই ফিলিং স্টেশনে অটোরিকশাটি রেখে পালিয়ে যাবার সময় তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ভোররাতে উপজেলার ছাতিয়াইন গ্রামের টিপু মিয়ার গ্যারেজের তালা ভেঙে ওই গ্রামের ছিদ্দিক মিয়ার অটোরিকশাটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায়, টুন্ডা শিরুর বিরুদ্ধে চুনারুঘাটের সাতছড়ি ও শায়েস্তাগঞ্জের সুতাং ব্রিজ এলাকায় দু’অটোরিকশা চালককে খুন করে ছিনতাই করার অভিযোগে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে।
থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডা শিরু জানায়, স্থানীয় ছিনতাই চক্রের সহযোগিতায় মাধবপুর, ছাতিয়াইন, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, চুনারুঘাটসহ বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে অটোরিকশা (সিএনিজ) ছিনতাই করে আসছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj