বদরুল আলম চৌধুরী।। ঢাকা সিলেট মহসড়কের নবীগঞ্জের জালালপুর নামক স্থানে মালবোঝাই ট্রাকের সাথে ধাক্কা দিয়ে চলন্ত বাসের ৭যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু,চাকুরীজীবি,সেনা সদস্য,ও গৃহবধু রয়েছেন।
এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাইয়ে পুলিশ নিশ্চিত করেছে। আহতদের মধ্যে দুই ইউপি চেয়ারম্যান সিলেট ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পলাশের অবস্থা আশংকাজনক অবস্থায় আছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শক্রবার রাত ১০টায় ।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ জানান, বিকেল রাত ১০টায় ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো- ব-১৪-৮৩১৯)নবীগঞ্জের জালালপুর নামক পৌঁছালে মহাসড়কের পূর্ব থেকে দাড়ানো একটি মাল বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট -১৬-২৮৫০) এর পিছনের দিক দিয়ে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে ৭জন প্রান হারান তারা হলেন বাসের যাত্রী সেনা সদস্য আবু সালেহ(৩২) তার বাড়ী বরগুনা জেলার আমতলী তিনি ঈদের ছুটি শেষে সিলেট ব্যারাকে ফিরছিলেন।
এছাড়া অন্যান্যরা হলেন হানিফ পরিবহনের সুপারভাইজার লক্ষীপুর জেলার মহসিন আলী(৪৫) একই গাড়ির হেলপার বাগেরহাট জেলার তরিকুল ইসলাম(৩৫) যাত্রী সিলেট কানাইঘাট উপজেলার শাহাবুদ্দিন(৪৫) মুরশেদা বেগম(৩৫) ও তার সন্তান মেহেদী হাসান(৫) রংপুরের চাকুরীজীবি আরিফ আজাদ(৩৫) এছাড়া আহত হন প্রায় ৩০জন যাত্রী। এদের কে উদ্ধার করে গভীর রাতে ফায়ার সার্ভিস ও হাইয়ে পুলিশ উদ্ধার করে সিলেট এমজি ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
দুঘর্টনার সময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার বলেন এব্যাপারে মামলা হয়েছে গাড়ি দুটি তাদের জিম্মায় আটক আছে। তিনি বলেন আমরা ৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আহতদের মধ্যে এখন পর্যন্ত কেউ মারা যাবার খবর পাওয়া যায়নি এবং গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান পলাশের অবস্থা আশংকামুক্ত রয়েছেন বলে জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj