মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ
রাখে আল্লাহ মারে কে..? নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের নিকস্থ কুশিয়ারা নদীর পাড় থেকে নিখোঁজের ৬ দিন পর কমর পর্যন্ত মাটির ভেতরে থাকা অবস্থায় আফছর উলা (৮০) নামে এক বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। আফছর উলার বাড়ি পাাঁইলগাঁও ইউনিয়নের সামারগাঁও গ্রামে। সূত্রে জানা যায়, আফছর উল্লা গত ঈদুল আযহার দিন দুপুরে তিনি আলাগদি গ্রামে যাবার উদ্যোশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সন্ধা পর্যন্ত অপেক্ষা করে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা আত্বীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর নেন । কোথায়ও তার সন্ধান পাওয়া যায়নি। এলাকায় মাইকিংও করানো হয়। গতকাল বুধবার দুপুরে ওই গ্রামের বশির নামে জনৈক ব্যক্তি কুশিয়ারা নদী দিয়ে ইঞ্জিন নৌকা যোগে যাবার সময় আফছর উলাকে অর্ধেক মাটির ভেতরে থাকা অবস্থায় দেখে তাদের বাড়িতে খবর দেন। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন ওই স্থানে গিয়ে কমর পর্যন্ত মাটির নীচে থাকা অবস্থায় দেখতে পেয়ে আফছর উল্লাকে উদ্ধার করে নিয়ে আসেন। আফছর উল্লার পুত্র রোমান এ খবর নিশ্চিত করে জানান, নদীরপাড় দিয়ে হেটে যাবার সময় তার পিতা সম্ববত নরম মাটি থাকায় ভেতরে চলে যান। আর এই দিকে লোক চলাচল না থাকায় কেউ খবরটি জানতে পারেনি। এক টানা ৬ দিন অনাহারে থাকায় অসুস্থ্য হয়ে পড়েছেন। মুখ দিয়ে কোন কথা বলতে পারছেননা। তবে তিনি বর্তমানে কিছুটা সুস্থ্য আছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন বলেন, নির্জন হাওরের মধ্যে এমন অবস্থায় বৃদ্ধ মানুষটাকে সত্যি আল্লাহ আলৌকিকভাবে বাঁিচয়ে রেখেছেন। রাখে আল্লাহ মারে কে..? এটাই তার প্রমাণ। বর্তমানে তিনি ইনাতগঞ্জ বাজারে ডাক্তার এসপি সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পুত্র জানিয়ে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj