নবীগঞ্জ প্রতিনিধিঃ
১৮ সেপ্টেম্বর বিশ্ব সাইক্লিং দিবস উপলক্ষে নবীগঞ্জের লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এর পূর্বে উপজেলা পরিষেদের প্রাঙ্গনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব সাইক্লিং দিবস কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অথিতি ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও সাংবাদিক মতিউর রহমান মুন্না। লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেকের সভাপতিত্বেও সহ-সভাপতি মোঃ মোজাহিদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ক্লাবের প্রচার সম্পাদক আমিরুল ইসলাম অমি, বেলায়েত হেসেন বোরহান, রফিকুল, ওহি, সামুয়েল, জাবের, ফাহিম, আপন আহমেদ প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন বলেন- বিশ্ব জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কার্বন ড্রাই- অক্সাইডের নির্গম যান্ত্রিক যানবাহন ব্যবহার এ ক্ষেত্রে সাইকেল ব্যবহার বাড়লে যান্ত্রিক বাহনের ওপর নির্ভরশীলতা অনেকটা কমে।
তিনি বলেন, প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে ২ হাজার ১০০ কিলোমিটার সাইকেল চালালে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, ৩০ শতাংশ উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কমে যায়। যান্ত্রিক যানবাহনের ব্যবহার র্কাবন নিঃসরণের হারও কমে আসে। শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাইকেল ভূমিকা অনেকে আছে। উক্ত বাইসাইকেল র্যালিতে প্রায় অর্ধশত সাইক্লিষ্ট অংশগ্রহন করেন।
আয়োজকরা জানান, ১৮ সেপ্টেম্বর বিশ্ব সাইক্লিং দিবস হিসেবে স্বীকৃত। তবে বাংলাদেশে জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অন্তত সাইকেলে আসা- যাওয়া প্রয়োজনে বা বিনোদনে সাইকেল হয়ে উঠুক আমাদের নিত্যদিনের বাহন। শিক্ষার্থীদের মধ্যে সাইক্লিং সচেতনতা বাড়িয়ে নিত্য প্রয়োজনে সাইকেল ব্যবহার করলে যান্ত্রিক বাহনের ওপর নির্ভরশীলতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাস পাবে। তারা ছোট বড় সবাই এক সাথে সাইক্লিং করার আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj