মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জের ধরে বড় ভাইয়ের ফিকলের আঘাতে ছোট ভাই আরাধন রায় (২৫) খুন হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরাধন উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত লাল মোহন রায়ের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, গত রবিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত লাল মোহন রায়ের ছেলে আরাধন রায়ের জায়গা থেকে তার বড় ভাই নারায়ন রায় জোরপূর্বক বাঁশ কাটতে গেলে আরাধন বাঁধা দেয়। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে নারায়ন রায় ছোট ভাই আরাধনকে ফিকল দিয়ে বুকে আঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মনবাড়ীয়া হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আরাধন মারা যান।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. আজমীরুজ্জামান বলেন, ঢাকায় ময়নাতদন্ত শেষে লাশ বাড়ী নিয়ে আসছে। এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj