মতিউর রহমান মুন্না , নবীগঞ্জ থেকে ॥
নবীগঞ্জের কয়েক যুবক দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া গিয়ে চরম বিপাকে পড়েছে। মালয়েশিয়া পৌছার পর সেখানে তারা পণ্যের মত বিক্রি হতে হচ্ছে। কেউ কেউ টাকা দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পেলেও কাজ জুটছেনা। এতে করে দেশে থাকা আত্মীয়স্বজনরা দেশে ভূ-সম্পদ বিক্রি করে দালালকে দিতে হচ্ছে পুনরায় টাকা। এরপরও বিদেশগাশীদের ভবিষ্যত অনিশ্চিত। এতে করে তাদের পরিবার হাতামায় নিমজ্জিত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের রেজাক মিয়ার ছেলে আদম ব্যবসায়ী আবুল মিয়া দীর্ঘদিন ধরে ইরান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবৈধভাবে নৌ-পথে লোক পাঠিয়ে আসছেন। সেই সুবাধে নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের মৃত তাজ উল্লার ছেলে ফল ব্যবসায়ী মর্তুজ আলী, করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের মৃত হেকিম আলীর ছেলে রহমত আলীকে প্রায় ৩ মাস পুর্বে ১ লাখ ৭০ হাজার টাকা কন্ট্রাক্টের মাধ্যমে নৌ পথে জাহাজযোগে মালয়েশিয়া পাঠায়। মর্তুজ আলী ও রহমত আলী মালয়েশিয়া পৌছানোর পর সেখানে অবস্থানরত বাংলাদেশী অপর দালালের কাছে বিক্রী করে দেয়া হয়। ওই দালাল তাদেরকে বন্দি করে রাখে। পরে দালাল তাদের বাড়িতে ফোন করে ২লাখ ৪০ হাজার টাকা দাবী করে। টাকা না দেয়া পর্যন্ত তাদেরকে মুক্তি দেয়া হবেনা বলে হুমকি দেয়। কিন্তু এ পরিমাণ টাকা দেয়া দুই পরিবারের পক্ষে সম্ভব নয়। ফলে বন্দিদশা থেকে মুক্তি করতে ওই দুই জনের পরিবার সুদ ও লগ্নি করে টাকা জোগারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় প্রায় ৩ মাস যাবৎ তারা দালালদের বন্দিদশায় রয়েছে। আরও কত দিন থাকতে হবে তা কেউ বলতে পারছেন না। এতে তাদের স্বজনরাও রয়েছেন আতংকে।
একই অবস্থায় রয়েছেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে করিম মিয়া, ওয়াহিদ মিয়ার ছেলে মোশাহিদ মিয়া, গোলাপ মাষ্টারের ছেলে মইনু মিয়া, জমির মিয়ার ছেলে আনসার মিয়াসহ আরো কয়েকজন।
ইতিমধ্যে কেউ কেউ দ্বিগুণ টাকা দিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত দালাল এবং নবীগঞ্জের চৌশতপুর গ্রামের দালাল আবুল মিয়াকে দ্বিগুন টাকা দিয়ে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের ভাগ্যে কোন কাজকর্ম বা সুযোগ সুবিধা জোটেনি। অপর দিকে দালাল আবুল মিয়া অবৈধ পথে ওই লোকদের মালয়েশিয়া পাঠিয়ে সেখানে অবস্থানরত অপর দালালদের হাতে নিজের মুনাফা নিয়ে বিক্রী করে দিব্যি বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে মালয়েশিয়ায় অবস্থানরত দালালদের বন্দিদশায় থেকে মানবেতর জীবন যাপন করার খবরে দেশে অবস্থানরত স্বজনদের কান্নায় বালিশ ভিজছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন বন্দিদশায় থাকা লোকদের স্বজনরা
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj