হামিদুর রহমান,মাধবপুর থেকেঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে ঃ কর্ণেল সাজ্জাদ হোসেন বলেছেন-মাদক এমন একটি ব্যাধি যা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তিলে তিলে ধবংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহতা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে। যৌন নির্যাতন, ধর্ষন, চুরি-ডাকাতিসহ সমস্ত অপরাধের মূলে রয়েছে মাদকের অনুপ্রবেশ। কিছু সংখ্যক মাদক ব্যবসায়ির জন্য আমাদের সমাজ-দেশ ধবংস হয়ে যাবে, তা হতে দেয়া হবে না। মাদক বিক্রেতা, সেবককারী, পরিবহন কাউকেই ছাড় দেয়া হবে না। মাদক মুক্ত সমাজ ও দেশ গড়তে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ। তাই মাদক ব্যবসায়ীসহ তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা এ এলাকাকে মাদকমুক্ত করে ছাড়বই ইনশাল্লাহ। তিনি রোববার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হল রুমে সিমান্তে অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউ/পি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, শাহজাহানপুর ইউ/পি চেয়ারম্যান পারভেজ চৌধুরী,ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগর, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সহসভাপতি আইয়ুব খান, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। মত বিনিময় সভায় এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj