খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥
চুনারুঘাট থানায় ভ্যানগাড়ি চাবি হস্তান্তর অনুষ্ঠানে এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী বলেছেন-বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক ৯৩টি শাখা নিয়ে দেশ ও বিদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে সেবা মূলক প্রতিষ্ঠান, স্কুল, মেধাবী ছাত্র-ছাত্রী বৃত্তির ও বাচ্চাদের কল্যাণে কাজ করছে। এভাবে দেশের বিত্তবান লোকজন দেশের স্বার্থে জনহিতকর কাজে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুনারুঘাট থানা মাঠ প্রাঙ্গনে আয়োজিত এবি ব্যাংক লিমিটেড কর্তৃক চুনারুঘাট থানাকে একটি নতুন পিকআপ ভ্যান গাড়ি হস্তান্তর উপলক্ষে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে ও চুনারুঘাট অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর পরিচালনায় পিকআপ ভ্যান গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথী ছিলেন এ বি ব্যাংকের এস-ই ডিপি মাহবুব-ই সোবানী, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট এম আকবর হোসেন জিতু, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছ,ু সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা কমিটিনি পুলিশিং আহবায়ক এডঃ আবুল খায়ের, এনটিসির ডিজিএম আঃ আউয়াল, সার্কেল দক্ষিন সাজ্জাদ ইবনে রায়হান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। এত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহলদার, কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম, শানখলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামচ্ছুন্নাহার, দেউন্ডি বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, লাল চান্দ বাগানের ব্যবস্থাপক ইসকান্দর চৌধুরী, তদন্ত (ওসি) ইকবাল হোসেন, সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, মোঃ চানপুর ও চন্ডিছড়ি ব্যবস্থাপক প্রমুখ।
সভা শেষে এবি ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী হাতে পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj