সৌদিআরব প্রতিনিধি : মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) করোনা ভাইরাসের কারণে চলতি হজ মৌসুমে সৌদি আরবে উট কোরবানিতে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল আল জাহরানি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মার্স ভাইরাসের কারণে ঈদুল আজহায় এবার সৌদি আরবে উট কোরবানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‘এছাড়া মক্কায় বসবাসরত মায়ানমারের মুসলমানদেরও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। কারণ ঐতিহ্যগতভাবে প্রতিবছর উট কোরবানি দিয়ে থাকেন তারা।’
ফয়সাল আল জাহরানি বলেন, পবিত্র হজব্রত পালনের সময় হাজিরা যাতে উট কোরবানি না দেন, সে ব্যাপারে সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আশেইখ ফতোয়া দিয়েছেন।
হাজিদের গরু অথবা দুম্বা কোরবানি দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
সৌদি কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ২ লাখ ৩৩ হাজার উট রয়েছে। এরমধ্যে ৭ হাজার ৭০০ উট মার্স-করোনা ভাইরাসে আক্রান্ত।
২০১২ সালে সৌদি আরবে সর্ব প্রথম মার্স ভাইরাস ধরা পড়ে। এরপর বিজ্ঞানীরা উটের দেহে এ ভাইরাসের উপস্থিতি রয়েছে বলে জানান।
এ পর্যন্ত সৌদি আরবে মার্স ভাইরাসে এক হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৫২১ জন, আর ৬৩৩ জন সুস্থ হলেও এখনও চিকিৎসা নিচ্ছেন ৭১ জন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj