বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার- ২০১৫ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করা হয়।
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল মজিদ, ইউনিয়ন ব্যাংক ব্যাস্থাপক মিজানুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম নূর।
অনুষ্টানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুুরুল আমিন।
মেলায় বক্তব্য রাখেন বাহুবল দিননাথ ইনষ্টিটিউশনের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, স্নানঘাট ইউনিয়নের উদ্যোক্তা মনির হেসেন।
উপজেলা প্রকৌশলী সুভাষ দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র, উপজেলা সমবায় কর্মকর্তা মনতাজুর রহমান, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্রেকস ডা: সুলাইমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, আলিফ সোবহান চৌধুরী কলেজের প্রভাষক আইয়ূবুর রহমান প্রমুখ।
ডিজিটাল মেলায় সরকারি-বেরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনমূলক প্রদর্শনীসহ ২০টি স্টল স্থান পেয়েছে । এছাড়া মেলায় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র ,সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি সরঞ্জাম এ মেলায় প্রর্দশন করা হয়।
দুই দিনব্যাপী মেলায় বিভিন্ন স্টল থেকে মোবাইল ব্যাংকিং ,মাটি পরীক্ষা ও সার প্রয়োগের সুপারিশ,বিদ্যুৎ বিল পরিশোধ,জীবন বীমা সুবিধা ও বেসরকারী শিক্ষক কর্মচারীদের কল্যান ভাতা ও অবসর সুবিধা ভাতা অন লাইনে কি ভাবে পাওয়া যায় তা হাতে কলমে দেখানো ব্যবস্থা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj