মোঃ রহমত আলী হবিগঞ্জ ল’ কলেজে স্ত্রী আছমা আক্তারকে হত্যার চেষ্টা চালায় পাষন্ড স্বামী রমিজ আলী। চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যে এ হত্যার চেষ্টা চালায় স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহতের পারিবারিক সূত্র জানায়, চুনারুঘাট পৌর এলাকার পাকুরিয়া গ্রামের নুরুল ইসলামের কন্যা হবিগঞ্জ ‘ল’ কলেজের এলএলবি ২য় বর্ষ ও সিলেট এমসি কলেজের এমএ ২য় বর্ষের ছাত্রী আছমা আক্তারের (২৫) সাথে দীর্ঘদিন ধরে একই উপজেলার হাতুন্ডা গ্রামের নিম্বর আলীর পুত্র রাজমিস্ত্রী রমজান আলীর সাথে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের স্বীকৃতি দিতে তারা দুজন দেড় বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এ নিয়ে আছমা ও তার স্বামী
রমজান আলীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
শনিবার দুপুরের দিকে রমজান আলী আছমা আক্তারকে কৌশলে সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে যায়। সেখানে প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য রমজান আলী পূর্ব পরিকল্পনা অনুযায়ী বনের ভিতরে যায়। এক পর্যায়ে রমজান আলী ও পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা আছমা আক্তারকে জাপটে ধওে এবং হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন চালায়। এ সময় আছমা শোর চিৎকার করলে বনবিট কর্মীরা এগিয়ে আসলে রমজান আলী ও তার সহযোগীরা পালিয়ে যায়। এরপর বনবিট কর্মীরা আছমার কাছ থেকে তার ঠিকানা নিয়ে বাড়িতে খবর দিলে আছমার বড় ভাই সাইফুল ইসলামসহ আত্মীয়-স্বজনরা সেখানে থেকে আছমা কে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্মরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সরেজমিনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, আছমার গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় আছমার বড় ভাই সাইফুল ইসলাম জানান, লম্পট রমজান আলী আমার বোনকে হত্যা করতে চেয়েছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj