প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান সিতু ও হবিগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক জি কে ঝলকের নাম মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবী জানিয়েছে জেলা যুবদল নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ ও সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ এই দাবী জানান।
বিবৃতিতে তারা বলেন- ২০ দলীয় জোট তথা বিএনপির আন্দোলন সংগ্রাম দমিয়ে রাখতে আওয়ামীলীগ সরকার উঠে পড়ে লেগেছে। বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানী করছে। কিন্তু সরকারকে মনে রাখা উচিৎ, মামলা হামলা করে বিরোধী জোটের আন্দোলন থামিয়ে রাখা যায় না। ইতিহাস তাই প্রমাণ করে।
নেতৃবৃন্দ বলেন- অতিত থেকে শিক্ষা নিয়ে মিথ্যা মামলা হামলা বন্ধ করুন। অন্যায় কঠিন মাশুল দিতে হবে। তারা আলহাজ্ব জি কে গউছ, শফিকুর রহমান সিতু ও জি কে ঝলকের নাম কারাগারের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj