মোঃ রহমত আলী ॥ যোগ্য কর্মসংস্থানের সুযোগ না থাকার ফলে হবিগঞ্জ জেলায় প্রায় ৮ লক্ষাধিক মানুষ বেকারত্বের অভিসাপ নিয়ে কর্মহীন বেকার জীবন যাপন করছে। প্রতিনিয়তই এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদের তালিকায় নিরক্ষরতা থেকে শুরু করে উচ্চ শিক্ষায় শিক্ষিত লোকজন রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ কাজের সন্ধনে বিভিন্ন স্থানে ধর্ণা দিচ্ছেন।
শিক্ষিত নারী-পুরুষ সরকারী অথবা বেসরকারী যেকোন একটি চাকুরী হলেই তাদের জীবন-জীবীকার মান উন্নিত হবে বলে মনে করেন তারা। বেকার জনগোষ্টির সদস্যদের কোন কর্ম সংস্থান না থাকায় নিরুপায় হয়ে কেউ কেউ আর্থিক সচ্ছলতার তাগিদে বিদেশে যাওয়ার জন্য দালাল চক্রের কপ্পরে পরে ভিটে বাড়িটুকু বিক্রি করে বিপুর অর্থ তুলে দেন দালালদের হাতে।
ভাগ্য ভাল থাকলে কিছু দিন প্রবাসী জীবন নিয়ে সুখ সাচ্ছন্দের জীবন কাটাতে পারেণ তারা আর যদি বিদেশে কোন ভাল কাজের ব্যবস্থা না হয় তখন প্রতারিত ব্যক্তি তার পরিবার-পরিজন নিয়ে দরিদ্র সীমার নিচে মানবেতর জীবন কাটাতে হয়। আর যারা এতটুকু করতে পারেনা তারা তাদের মুল্যবুধটুকু হারিয়ে জড়িয়ে পরে অনৈতিক কর্ম কান্ডে সাথে।
বেকারত্বের কষাঘাতে সমাজে অনিয়ম, দুর্নীতি, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ঘৃন কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুষ্ট্য ব্যবস্থাপনায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সংখ্যা কমিয়ে আনা সম্ভব এমনটি ভাবছেন সচেতন মহল।
পরিসংখ্যান তথ্য সূত্রে জানাযায়, জেলায় সাড়ে ২৩ লক্ষাধিক জনগোষ্টির মধ্যে ৭ বছরের উর্ধ্বে বয়সী ৬লাখ ৭২হাজার ৭শ ২৬জন বেকার, ১লাখ ৩৫হাজার ৫শ ৭৮জন মানুষ কোন কাজ করছেন না। ৫হাজার ৮শ ১২ জন মানুষ কাজের সন্ধান খুজছেন।
সূত্রে আরো জানাযায়, ক্রমবর্ধমান জনগোষ্টি দিন দিন বৃদ্ধি হচ্ছে সে অনুপাতে কর্মসংস্থান সৃস্টি হচ্ছে না।
ফলে কর্মহীন বেকার মানুষের সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj