মোঃ রহমত আলী ॥ গোপায়া ইউপি’র জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মোঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, ইউপি সদস্যগণ জেলা পরিষদের সাথে সমন্বয় না রাখায় স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়ন ব্যাহাত হচ্ছে। তিনি বলেন অবকাঠামো উন্নয়নে কাজ করতে জেলা পরিষদ স্থান খুঁজছে।
যেখানে যাই সেখানেই উপজেলা অথবা ইউনিয়ন পরিষদ কাজ করছে। তিনি ইউপি’র সকল প্রতিনিধিকে জেলা পরিষদের মাধ্যমে স্ব স্ব এলাকার উন্নয়ন কমকান্ডে এগিয়ে আসার আহবান জানান। সোমবার দুপুর ১২ টায় গোপায়া ইউপি’র মিলনায়তনে স্থানীয় সরকারের অধিনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেণ পরিষদের চেয়ারম্যান চৌধুরী মিজহুল বারী লিটন। সদস্য মোঃ আব্দুল বাছিত মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অথিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীলিপ কুমার বণিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা ও সিলেট সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাছুল ইসলাম। ইউপি সদস্যদেও মধ্যে জরিণা খাতুন, পারুল বেগম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ফজল মিয়া, মোঃ নূরুল আমিন, আব্দুল মতিন, মোঃ জাবেদ হাসান, আব্দুল হামিদ ও আব্দুল মালেক প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj