বদরুল আলম চৌধুরী।। উপজেলার দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের প্রায় ২০হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। কুশিয়ার পানি অ্যবাহতভাবে বৃদ্দি পাওয়ায় দীঘলবাক গ্রাম, কসবা, চরগাঁও, উমরপুর, গালিমপুর, মাধবপুর, কুমারকাঁদা আহম্মদপুর, ফাদুল্লা, রাধাপুর, জামারগাঁও, রাধাপুর প্রাইমারী স্কুল ও কসবা প্রাইমারী স্কুল ইনাতগঞ্জের শতাধীক গ্রাম এখন পানির নিচে।
এর মধ্যে রাধাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাধাপুর মাদ্রাসা পানির জন্য বন্ধ ঘোষনা করে দিয়েছে কতৃপক্ষ। রাস্তা -ঘাট বাড়ি-ঘরে, অনেকের বাড়ির আঙ্গিনায় পানি উঠায় মানবেতর জীবন যাপন করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তলিয়ে গেছে প্রায় কয়েক শত একর জমি। এ নিয়ে কৃষকরা রয়েছেন দুঃচিন্তায়। অপর দিকে ২ ইউনিয়নের প্রায় ২০টি মৎস্য খামার ফের পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন অনেক মৎস্য খামারী।
এছাড়া কুশিয়ারা ডাইকের উপর পানি থৈ থৈ করছে। রাধাপুর কুশিয়ারার ডাইকে ব্যাপক ফাটল দেখা দিয়েছে । এর কিছু দিন পুর্বে উপজেলা পরিষদের উদ্যেগে বালু বর্তি বস্তা দিয়ে ডাইক মেরামত করলে ও ভারি বৃষ্টিপাতের ফলে আবারো হুমকির মুখে পড়েছে কুশিয়ারা ডাইক। যে কোন মুহুর্তে ওই ডাইক ভেঙ্গে যেতে পারে বলে স্থানীয়রা জানান। ওই ডাইক ভেঙ্গে গেলে নবীগঞ্জের কয়েক’টি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হবে বলে মনে করছেন এলাকাবাসী।
ডাইকে ফাটল দেখার কারনে আতংকে রয়েছেন ওই এলাকার লোকজনসহ নবীগঞ্জের কয়েকটি ইউনিয়নের মানুষ। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে কুশিয়ারা নদীর ওই ডাইকের মেরামত করে অকাল বন্যার হাত থেকে নবীগঞ্জ বাসীকে রক্ষা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া উল্লেখিত গ্রামের অধিকাংশ লোকদের বাড়িঘরে ও আঙ্গিনায় পানি উঠায় বন্দি জীবন যাপন করছেন লোকজন।
ঘর থেকে বের হতে হলেই কলাগাছের ভেলা, নৌকা ও সাকোঁ ব্যবহার করতে হয়। প্রতি বছরই বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের দূর্বিষ জীবন যাপন করতে হয়। নদীর তীরবর্তী গ্রাম ও বাড়িঘর হওয়ার কারনে এ দূর্ভোগের শিকার হন। অনেক পরিবারের লোকজন হাটুঁ পানিতে ভিজে ঘরে আসা যাওয়া করতে হচ্ছে। কুশিয়ারা নদীর পানি অসাবাভিক ভাবে নদীর তীরবর্তী গ্রামের বাড়িঘরে ও আঙ্গিনায় পানি উঠে অকাল বন্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া ও এশিয়ার র্সববৃহৎ গ্যাস কুপ বিবিয়ানা ও বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট রয়েছে এর নিকট বর্তী।
এর পার্শ্ববর্তী গ্রাম গুলোর লোকজন ও পানি বন্দি অবস্থায় রয়েছে গত ক’দিন ধরে। প্রতিদিনই পানি বাড়ছে এবং নতুন নতুন বাড়িঘর প্লাবিত হচ্ছে। মানুষের দূর্ভোগ ও কষ্টের শেষ নেই। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রীরা রয়েছে বিপাকে। সমাজ সেবক গোলাম হোসেন ও দীঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী মানুষদের পাশে দাড়িয়ে সহযোগিতা করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj