মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় নির্মাণাধীণ ভবন ধসে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার বিকেল সাড়ে চারটায় কুয়ালালামপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে সুবাং জায়া এলাকায় পুত্রা হাইটসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার পূর্বাহ্নে দ্য স্টার অনলাইন নামে মালয়েশিয়ার একটি গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।
স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মোহাম্মদ সানি হারুল জানান, অ্যামপ্যাং এলআরটি এক্সটেনশন নামক ওই প্রকল্পের সাইটে দুর্ঘটনার সময় আটজন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটায় ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত নয়টা একজনের লাশ উদ্ধার করা হয়। অপর একজন নির্মাণাধীন প্রকল্পের ভেঙে পড়া কংক্রিটের স্লাবের নিচে চাপা পড়ে থাকে। রাত ১টা ৫ মিনিটের সময় তার লাশ উদ্ধার করা হয়।
মোহাম্মদ সানি বলেন, হতাহত সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ হারুন মোল্লা (৩০)। অপরজনের নাম জানা যায়নি।
আহতদের মধ্যে চারজনকে পুত্রজায়া হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে বহির্বিভাগে চিকিৎসা দেয়ার জন্য একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। আহতদের কারোর আঘাতই গুরুতর নয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj