প্রিয় প্রতিবেশী,
শুক্রবারের শুভেচ্ছা নিবেন। আজ ছুটির দিন, জানি খুব মজা করছেন। খুব আয়োজন করে রান্না করছেন পোলাও,গরুর মাংশ। সাথে আছে গলদা চিংড়ি। আজ আমাদের বুয়া আসেনি তাই বলে আপনারা এমন অমানবিক হতে পারেন না। জানালা খুললে পোলাও এর ঘ্রাণ, দরজা খুললেই ভুনা মাংশের ঘ্রাণ। আমরা গরীব ব্যাচেলর। বুয়াহীন এ সংসারের পাতিলে জমেছে হাহাকার। একবার এসে দেখুন আমাদের ভাতের প্লেট হাহাকার করছে, ডালের পাতিল চিৎকার করে বলছে "গ তে গরুর মাংশ তুই রাজাকার তুই রাজাকার"। অল্প তেলে ভাজি ডিমটিও মার খেয়ে যাচ্ছে আপনাদের গরুর মাংশের ঘ্রাণে। যুগে যুগে তার আর কত মার খাবে? এভাবেই চলতে থাকবে সবলের কাছে হবে দুর্বলের পরাজয়?
প্রতিবেশী, আপনাদের অনেক ভালোবাসি মানে ইয়ে আরকি! আপনারা গরুর মাংশ খান,পোলাও খান,কোরমা খান,শাহরুখ খান কিংবা জেরিন খান যাই খান না কেন দয়া করে রান্নাঘরের জানালা বন্ধ করে খান,ডাইনিং রুম লাগিয়ে খান। আমরা বরং আয়েশে নিজের হাতে রান্না করা আলুভর্তা খাই,ডিম খাই। দয়া করে বন্ধ করুন ঘ্রাণবাজি। বুর্জোয়া শ্রেণীর এই দাপট বেশীদিন থাকবে না,থাকবে না বেশীক্ষন। আপনাদের ঘ্রাণবাজিতে আমরা শোষিত হচ্ছি, এতে আমাদের মানসিক ক্ষতি হবে না, আর্থিক ক্ষতি হবে। ঘ্রাণবাজি বন্ধ করুন শীঘ্রই,নইলে দেয়ালে ঠেকে গেলে পিঠ আমরাও পাল্টা আঘাত হানবো। গিয়ে কামাল নান্নার বিরানী খাবো ধরে মেরে। তখন কি করবেন? খুঁটিতে বেঁধে রাখুন আপনাদের গরু আইমিন গরুর মাংশ। কি লাভ শুধু কামাল নান্নাকে টাকা দিয়ে। ভালো থাকবেন,সুখে থাকবেন। এক প্লেট ভাত বেশী খাবেন। মনে করিয়ে দিই গরুর মাংশ খাওয়া হার্টের জন্য ক্ষতিকর।
ইতি
আপনাদের ব্যাচেলর প্রতিবেশী
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj