মোঃ রহমত আলী ॥ বানিয়াচং উপজেলা সদরের ঐতিহাসিক এড়ালিয়া মাঠকে ক্রিকেট ও ফুটবল খেলার স্টেডিয়ামে রুপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্রীড়া মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ক্রীড়া অধিদপ্তরের প্রকৌশল বিভাগ সাগরদিঘী মৌজার এড়ালিয়া মাঠকে চিহ্নিত করে ০৬ একর ভূমির উপর স্টেডিয়াম নির্মাণ প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করেছে।
২৪ আগষ্ট সোমবার বিকালে বানিয়াচং এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া বানিয়াচঙ্গ উপজেলা সমিতি আয়োজিত ৪৪তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনীর পূর্বে আলোচনা সভার প্রধান অতিথি হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তার বক্তৃতায় বানিয়াচঙ্গ স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত উপরোক্ত তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বশির উদ্দিন আহমদ, এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ জাকির হোসেন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, হানিফ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহাম্মদ আলী, দারগা মোবারক হোসেন, রেফারী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহেদ আলী, মতিউর রহমান মতি প্রমুখ। সভা শেষে ২৩-২৪ আগষ্ট অনুষ্টিত সাতার, কাবাডি, হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj