মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের বাজারে পেঁয়াজের ঝাঁজ আর কাঁচা মরিচের ঝাল সাধারণ ক্রোতারা সইতে পারছেনা।
খুচরা মূল্য বেড়ে যাওয়ায় বাড়তি চাপ পড়েছে স্বল্প আয়ের লোকজনের উপর। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা লাগামহীন ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়িয়ে বিক্রি করছেন।
প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা ও কাঁচা মরিচ ১৩০ টাকা।
বিভিন্ন এলাকার বাজারে খুজ নিয়ে জানাযায় কোথাও ৫০ টাকা আবার কে নো বাজাওে ৮০ টাকার বেশি মূল্যে পেয়াজ বিক্রি করা হচ্ছে। শহরের শায়েস্তানগস্থ বাজারে ব্যবসায়ীরা প্রতি কেজি পেয়াজ ৮০ টাকায় বিক্রি করছেন। শায়েস্তাগঞ্জ স্টেশন বাজারে একই পেয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তাছাড়া বিভিন্ন পণ্য ও শাক সবজির দামও বেড়েছে। কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। খুচরা ব্যবসায়িরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে তাদের বেশি দরে বিক্রি করতে হচ্ছে। কিন্তু কি কারণে এভাবে দাম বাড়ছে সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেনি। পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা আমদানি কম অজুহাতে দাম বাড়ছে বলে জানান।
তাছাড়া পাইকারি বাজারে সামান্য বাড়লেই খুচরা বিক্রেতারা এই অজুহাতে বেশি দরে পণ্য বিক্রি করেন বলেও অভিযোগ করেন তারা। সোমবার বাজারে দেখাযায় মান ভেদে প্রতিকেজি পেঁয়াজ ৮০ টাকা রসুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে ।
প্রতিকেজি গোল আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা থেকে ২৭ টাকায়, কাঁচামরিচ ১৩০ টাকা থেকে ১৪০ টাকায়), বেগুন ৪৫ টাকা থেকে ৫০ টাকায়, টমেটো ৭০ টাকায়, শশা ৪৫ টাকা থেকে ৫৫ টাকায়, দোন্দল ৩৫ টাকা থেকে ৪৫ টাকায়, গাজর ৬০ টাকা থেকে ৭০ টাকায়, কাকরল ৫৫ টাকা থেকে ৬৫ টাকায়, পটল ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, মূলা ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, ঝিঙ্গা ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, ভেন্ডি ৪৫ টাকা থেকে ৫৫ টাকায়, বরবটি ৭০ টাকা থেকে ৮০ টাকা, পেপে ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে ডিমের দাম বেড়েছে। প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিমের পাইকারি দাম ৩৭ টাকা থেকে ৩৮ টাকা। যা খুচরা বাজারে ৪২ টাকা থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে হাসের ডিম পাইকারি বাজারে কিছুটা কমলেও খুচরা বাজারে তা কমেনি। খুচরা বাজারে প্রতি হালি হাসের ডিম ৪৪ টাকা থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
যা পাইকারি বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে পাইকারি বাজারে প্রতি হালি হাসের ডিমের দাম ছিল ৪০ টাকা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj