নবীগঞ্জ থেকে : ভারত থেকে জ্বালানী কয়লা আমদানী না হওয়ায় নবীগঞ্জে ইটের বাজারে আগুন লেগেছে। গত ৩ মাসের ব্যবধানে প্রতি হাজার ইটের মুল্য বেড়েছে ২ হাজার টাকা। পাশাপাশি কয়লার মুল্য বৃদ্ধি পেয়েছে দ্বীগুনের বেশী। এছাড়া কয়লা আমদানী না থাকায় বাজারে ইটের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক ইট ভাটার মালিকরা তাদের ব্রিক ফিল্ড বন্ধ করে পথে বসতে চলেছে। ফলে সাধারণ মানুষের ঘর-বাড়ি নির্মাণ এবং ঠিকাদারী প্রতিষ্টানের সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যেমন, রাস্তা ঘাট, স্কুল ভবন, ব্রীজ-কালর্ভাট নির্মাণ কাজ চরম ভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি কেউ কেউ কয়লা না পেয়ে লাকড়ী দিয়ে ইট পুড়াচ্ছেন। ফলে পরিবেশ দুষিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বিভিন্ন ইট ভাটার সুত্রে জানাযায়, সরকার পরিবেশ দুষন মুক্ত রাখতে ব্রিক ফিল্ড গুলোতে জ্বালানী কাজে লাকরি ব্যবহারের পরিবর্তে কয়লা ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়। ব্রিক ফিল্ড মালিকগণও তা মেনে নিয়ে লাকরির পরিবর্তে কয়লার উপর নির্ভর করে তাদের ভাটায় ইট পুড়ানো কাজে কয়লা ব্যবহার করে আসছিলেন। গেল প্রায় ২ মাস আগে প্রতি টন কয়লার মুল্য ছিল সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা। কিন্তু ভারত থেকে হঠাৎ করে কয়লা আমদানী না থাকায় ওই কয়লার বর্তমান বাজার মুল্য ২০ থেকে ২২ হাজার টাকা। তবু পর্যাপ্ত পরিমানে কয়লা পাওয়া যাচ্ছে না। ফলে ইটের বাজার মুল্যও বৃদ্ধি পেয়েছে। প্রায় ২ মাস আগে যে ১ নং ইটের মুল্য ছিল সাড়ে ৬ হাজার টাকা, বর্তমানে তা সাড়ে ৮ হাজার টাকা, ২নং ইটের মুল্য ছিল ৫ হাজার ৮ শত টাকা, বর্তমানে সে ইটের মুল্য ৭ হাজার ৮ শত টাকা। কিন্তু দাম চড়া হলেও ইট ক্রয় করতে আগ্রহ নির্মাণকারী প্রতিষ্টান ও ব্যক্তি মালিকানাধীন বাড়ি-ঘর নির্মাণকারীরা। তবে কয়লার অভাবে পর্যাপ্ত পরিমানে ইট উৎপাদন না হওয়ায় তাদের নির্মাণ কাজ মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে বলে জানাগেছে।
এক দিকে যেমন ইট উৎপাদন না হওয়ায় কাজ করতে পারছেন না নির্মাণ শ্রমিকরা বা ঠিকাদারী প্রতিষ্টান, অন্যদিকে শ্রমিকদের বসে রেখে লাখ লাখ টাকা ভর্তুকি দিতে দিতে লোকসানের বোঝা মাথায় নিয়ে পথে বসতে চলেছেন ব্রিক ফিল্ড মালিকরা। অনেক ব্রিক ফিল্ড বন্ধ হওয়ার পথে রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। এসএইচএ ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী সমিরন দাশ জানান, কয়লা উৎপাদন প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল, ভারত থেকে এর আমদানী বন্ধ থাকায় দ্বিগুনেরও বেশী মুল্য দিয়ে কয়লা খরিদ করতে হচ্ছে। তবুও পর্যাপ্ত কয়লা না পাওয়ায় ইট উৎপাদন মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে। ফলে ব্রিক ফিল্ড মালিকগণ মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। লাখ লাখ ভর্তুকি দিতে গিয়ে অনেকেই পথে বসতে চলেছে। কেউ কেউ ব্রিক ফিল্ড বন্ধ করার উপক্রম হয়ে দাড়িয়েছে। কয়লা না পেলে ওই শিল্পকে বাচাঁতে হলে শেষ পর্যন্ত আবার লাকড়ির উপর নির্ভর করতে হবে। কিন্তু লাকড়িরও যথেষ্ট অভাব রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj