নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : দৈনিক সমকাল , দৈনিক সবুজসিলেটের নবীগঞ্জ প্রতিনিধি ও পুরুস্কার প্রাপ্ত সাংবাদিক এম,এ আহমদ আজাদসহ দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা সাজানো চাঁদাবাজির মামলা খারিজ করে আসামীদের অব্যাহতি দিয়েছে হবিগঞ্জ জুটিশিয়াল আদালত ।
গতকাল রবিবার দুপুরে এ আদেশ প্রদান করেন বিচারক রেশমা খাতুন। এসময় আসামীদের পক্ষে বিজ্ঞ আইনজীবিরা থাকলেও বাদী পক্ষে কোন আইনজীবি উপস্থিত ছিলেন না।
মামলা থেকে অব্যাহতি পেয়ে সাংবাদিক আজাদ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সত্যের জয় হয়েছে।
জানাযায়,একটি সংবাদ সংক্রান্ত বিষয়ের জের ধরে নবীগঞ্জ থানা পুলিশ চলতি বছরের ২০ ফের্রুয়ারি শুক্রবার রাত ৩টার সময় কোন মামলার গ্রেফতারী পরোয়ানা ছাড়াই দৈনিক সমকাল ও দৈনিক সবুজসিলেটের নবীগঞ্জ প্রতিনিধি এম,এ আহমদ আজাদকে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় আনা হয়।
পরে সাংবাদিক আজাদসহ ৩ জনের বিরুদ্ধে সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে একটি সাজানো মামলা দায়ের করা হয়। এ ঘটনায় দুদিন হাজতবাসের পর সাংবাদিক আজাদ জামিনে মুক্তি পান। এদিকে মিথ্যা মামলায় সাংবাদিক আজাদকে ফাঁসানোর প্রতিবাদে নবীগঞ্জের প্রেস ক্লাবসহ সাংবাদিক সমাজ ফুঁসে উঠে।
তারা প্রতিবাদ সভা মানববন্ধনসহ নানা কর্মসূচী ঘোষনা করেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মামলাটি তদন্ত করে কোন সত্যতা না পেলে পুলিশ আদালতে ফাইনাল রিপোর্ট প্রদান করেন। পুলিশের ফাইনাল রির্পোটে উল্লেখ করা হয় তথ্যগত ভুলের জন্য সাংবাদিক আজাদকে আসামী করা হয়েছে। গতকাল রবিবার মামলার নির্ধারিত তারিখে শুনানি শেষে হবিগঞ্জ জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোছাঃ রেশমা খাতুন মামলাটি খারিজ করে মামলার আসামী দৈনিক সমকাল ও দৈনিক সবুজসিলেটের নবীগঞ্জ প্রতিনিধি এম,এ আহমদ আজাদসহ ৩ জনকেই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
আদালতে আসামী পক্ষে মামলার শোনানিতে অংশ নেন জেলাবারের সাবেক সেক্রেটারী এডভোকেট বদরুল ইসলাম বদরু মিয়া, এডভোকেট আবুল ফজলসহ বিপুল সংখ্যক আইনজীবি। এসময় বাদী পক্ষে কোন আইনজীবি শোনানিতে অংশ নেননি। উক্ত সাজানো মামলার বাদী ছিলেন কথিত পারকুল গ্রামের বেলাল আহমদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj