মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে যথাযথ মর্যাদায় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী’ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, স্কুল-কলেজে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র্যালীর আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উপজেলা প্রশাসন ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদিক্ষণ কওে একই স্থানে এসে মেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলায়েমান হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বক্তব্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও কমন্ডার ওয়াহিদ আলী, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রফিকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা গোলাম মোস্তফা, গীতাপাঠ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা ও সভাশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল।
উপজেলা শ্রমিক লীগ ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি তাজির আলী, আমিনুল ইসলাম, নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী, বিজয় চন্দ্র বলাই, সাংগঠনিক সম্পাদক আরান দেব, আনোয়ার হোসেন, আইন সম্পাদক দিলাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আশফাক আলী, শ্রমিক কল্যাণ সম্পাদক জামাল মিয়া, সদস্য আশিক আলী, সাহেল খান, জালাল আহমদ, বশর আহমদ, আসিদ আলী। সভাশেষে দোয়া পরিচালনা করেন অর্থ সম্পাদক আছকির আলী।
বিশ্বনাথ ডিগ্রি কলেজ ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বনাথ ডিগ্রি কলেজের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক শরীফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সিরাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, আব্দুস শহিদ, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সুহাদ উজ্জামান চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজা মিয়া, আশরাফ আহমদ, আফরোজ আলী মামুন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আতাউর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক অনভীর রায় এবং সভাশেষে দোয়া পরিচালনা করেন কলেজের প্রভাষক রোকনুজ্জামান।
শেখ রাসেল স্মৃতি সংসদ : বিশ্বনাথ জাতীয় শোক দিসব উপলক্ষে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে স্থানীয় বৈরাগীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংসদের সভাপতি মুনসুর আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমজি কলেজ ছাত্রনেতা পার্থ সারথি দাশ পাপ্পু। বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা আকমল হোসেন, ইউসুফ আলী, নুরউদ্দিন, আলী আকবর, আতিক আহমদ, সুজন মিয়া, আমিনুর রহমান, শংকু দাশ, জাহেদ, লাল মিয়া, সবুজ, স্বদেব প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj