এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
নবীগঞ্জে জনৈক দূর্নীতিবাজ কাজী এবার নিজের মেয়ের বিয়ের কাবিন জালিয়াতি করে অঞ্জতা ও জালিয়াতির স্বাক্ষর রেখে আলোচনার ঝড় তোলেছেন। হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু আদালতে উক্ত কাজীর মেয়ে কাজী ইয়াছিরা চৌধুরী দায়েরকৃত মামলার সাথে উক্ত ভুয়া কাবিনের কপি সংযুক্ত করে দিলে ঘটনাটি ফাসঁ হয়ে যায়। একই বিয়ের দু’ রকম কাবিনের ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। পৃথক দু’টি কাবিনে দেখা যায় ভিন্ন ভিন্ন তলবানা লেখা রয়েছে। প্রথম কাবিনে দেড় লাখ টাকার দেনমোহর লিখে স্বর্ণালংকার বাবদ ১ লাখ টাকা পরিশোধ এবং ৫০ হাজার টাকা তলবানা লিখে বর সেলিম মিয়ার পিতা নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের নবীজ আলী ওরপে ইয়াজ আলীকে কাবিনের কপি সরবরাহ করেন। পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় স্বামী সেলিম মিয়া উক্ত কাজীর মেয়ে কাজী ইয়াছিরা চৌধুরীকে রোটারী পাবলিকের মাধ্যমে তালাক দিলে কনের পিতা নবীগঞ্জ সদর ইউপির আলরিপুর গ্রামের কাজী হারুনুর রশীদ চৌধুরী ২য় কাবিন তৈরী করে আদালতে মামলা দায়ের করেন। উক্ত কাবিনে দেনমোহর লেখা হয়েছে ২০ লাখ টাকা। স্বর্ণালংকার বাবদ পরিশোধ দেখানো হয়েছে ৫ লাখ টাকা। অবশিষ্ট ১৫ লাখ টাকা তলবানা রাখা হয়েছে। উক্ত পৃথক দু’টি কাবিনে বর-কনে, কাজী, স্বাক্ষী এবং বিবাহ তারিখ এক হলে ভিন্ন ভিন্ন তলবানা লেখা থাকায় জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। এরআগেও উক্ত কাজী হারুনুর রশীদ চৌধুরী ১৯৯৯ইং সালে শহরের রাজনগর গ্রামের এক কনের পক্ষের বিবাহ কাবিনে ভিন্ন ভিন্ন তলবানা লেখা পৃথক দু’টি কাবিন সরবরাহ করে বিতর্কের সৃষ্টি করে আলোচনায় আসেন। তৎকালীন সময়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে উক্ত জাল জালিয়াতির ঘটনার সত্যতা পান।
ঘটনার সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের লন্ডন প্রবাসী নবীজ আলী ওরপে ইয়াজ আলীর ছেলে সেলিম মিয়া লন্ডনীর সাথে নবীগঞ্জ সদর ইউপির আলীপুর গ্রামের কাজী হারুনুর রশীদ চৌধুরীর কন্যা কাজী ইয়াছিরা চৌধুরীর বিবাহ হয় বিগত ২২/১২/২০০৯ ইং সালে। উক্ত বিবাহের কাবিন রেজিষ্ট্রারী করেন কনের পিতা উক্ত কাজী হারুনুর রশীদ চৌধুরী। বিবাহের পর বিগত ২০/০৫/২০১১ইং তারিখে কাজী বরের পিতা ইয়াজ আলীর নিকট কাবিনের কপি সরবরাহ করেন। উক্ত কাবিনে দেন মোহর দেড় লাখ টাকা উল্লেখ থাকলে অলংকার বাবদ ১ লাখ টাকা পরিশোধ দেখিয়ে ৫০ হাজার টাকা তলবানা লেখা রয়েছে। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে স্বামী ও তার স্বজনরা একাধিকবার চেষ্টা করেন কনে’কে তার পিত্রালয় থেকে ফিরিয়ে আনতে। ব্যর্থ হয়ে লন্ডন প্রবাসী স্বামী হবিগঞ্জের বিজ্ঞ রোটারী পাবলিকের মাধ্যমে বিগত ১২/০৪/২০১৫ইং তারিখে তালাক নামা প্রদান করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মোক্তাদির চৌধুরী ঊভয় পক্ষকে নোটিশ প্রেরন করে তাদের স্ব স্ব পক্ষ প্রদানের জন্য অনুরুধ করেন। এদিকে তালাকনামার নোটিশ পাওয়ার প্রায় ৩ মাস পর কাজী হারুনুর রশীদ চৌধুরীর কন্যা বিগত ০৭/০৭/২০১৫ইং তারিখে হবিগঞ্জে বিজ্ঞ নারী শিশু আদালতে ১১(গ)/৩০ ধারায় বর সেলিম মিয়া, তার পিতা-মাতাসহ ৫ জনকে আসামী করা হয়েছে। উক্ত মামলার খবর পেয়ে লন্ডন প্রবাসী ইয়াজ আলী কপি সংগ্রহ করে দেখেন মামলায় সংযুক্ত কাবিননামায় ২০ লাখ টাকা দেন মেহার উল্লেখ করে স্বর্ণালংকার বাবদ ৫ লাখ টাকা পরিশোধ দেখিয়ে ১৫ লাখ টাকা তলবানা লেখা রয়েছে। এ ঘটনায় হতাশায় ভোগছেন ওই লন্ডনী পরিবার। উক্ত কাবিনের জালিয়াতির ঘটনা ফাঁস হলে সর্বত্র আলোচনার ঝড় উঠে। আলোচনায় উঠে আসে উক্ত কাজীর পুরনো জাল কাবিনের ঘটনা। যা বিগত ১৯৯৯ইং সনে শহরের রাজনগর গ্রামের কনে ও কুর্শি ইউপির সমরগাও গ্রামের বরের মধ্যে বিরোধ দেখা দিলে উক্ত কাজী হারুনুর রশীদ চৌধুরী বর পক্ষে মোটা অংকের টাকার বিনিময়ে জালিয়াতির মাধ্যমে ভিন্ন দু’টি কাবিন প্রদান করে আলোচনার জন্ম দিয়েছিলেন। দীর্ঘ ১৬ বছর পর উক্ত কাজী নিজের মেয়ের কাবিন নামা জাল করে বর ও তার পরিবারকে ফাসাঁনোর ঘটনায় এলাকায় মূখরোচক আলোচনার ঝড় বইছে। এছাড়া প্রথম দেড়লাখ টাকার কাবিনে বরের জন্ম তারিখ উল্লেখ রয়েছে (জন্ম নিবন্ধন অনুযায়ী) ০৮/০৬/১৯৯১। দ্বিতীয় ২০ লাখ টাকার কাবিনে বরের জন্ম তারিখ লেখা হয়েছে ০৮/০৬/১৯৮৮ইং। এ ব্যাপারে বরের পিতা লন্ডন প্রবাসী ইয়াজ আলী বলেন, বিয়ের পর থেকে তার পুত্রবধূ বেশীর ভাগ সময় পিত্রালয়ে থাকতেন। শত চেষ্টা করেও নিতে পারতাম না। ছেলে লন্ডন থেকে দেশে ফেরার পরও পুত্রবধুকে আনার চেষ্টা করেছি। কিন্তু সে আসতে অনীহা প্রকাশ করে। পরে জানতে পেরেছি জনৈক এক হুজুরের সাথে তার এপেয়ার চলছে। যার কারনে ছেলের ভবিষ্যতের দিক বিবেচনা করে তাকে তালাক প্রদান করে। কিন্তু কনে পিতা নিজে কাজী হওয়ার সুবাধে জালিয়াতি করে ২০ লাখ টাকার কাবিননামা সৃষ্টি করে মামলা দায়ের করবে ভাবতেও অভাব লাগে। এ ব্যাপারে কাজী হারুনুর রশীদ চৌধুরী বলেন, বালাম অনুযায়ী কাবিন একটাই, যাতে ২০ লাখ টাকা তলবানা উল্লেখ রয়েছে। দেড় লাখ টাকা মোহরে কাবিনের বিষয়টি তিনি অস্বীকার করেন। উল্লেখ্য, পৃথক দু’টি কাবিনের বহিঃ নং ১, পৃষ্টা ১৯, বিবাহের তারিখ ২২/১২/২০০৯ইং একই লেখা হয়েছে। আচর্য্যের বিষয় হলো দেড় লাখ টাকার কাবিনে রেজিস্ট্রি ফি লেখা হয়েছে দেড় হাজার। এবং ২০ লাখ টাকার কাবিনে রেজিস্ট্রি ফি লেখা রয়েছে ৪ হাজার টাকা। এ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অপর একটি সুত্রে জানাগেছে প্রায় ৬ মাস পুর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্নীতির কারনে উক্ত কাজী হারুনুর রশীদ চৌধুরীর লাইসেন্স বাতিল করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্ত ভোগী পরিবার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj