হামিদুর রহমান,মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুর উপজেলা অটোরিক্সা টেম্পু সমবায় সমিতির সদস্য চালকদের উপর হামলার প্রতিবাদে ও দোষিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর উপজেলা টেম্পু অটোরিক্সা শ্রমিক সমবায় ও মালিক সমবায় সমিতি। বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপর প্রায় সহস্রাধিক শ্রমিক ও মালিক এ মানববন্ধন অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপস্থিত শ্রমিক ও মালিকদের আশ্বস্থ করেন, কোনো নৈরাজ্য সহ্য করা হবে না। যারা সন্ত্রাসী কায়দায় সমিতির সদস্যদের কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এর সঙ্গে জড়িত চিহ্নিতদের দ্রুত গ্রেফতারের জন্য মাধবপুর পুলিশকে নির্দেশ দেন।
উচ্ছেদের জায়গায় যারা বিভিন্ন সংগঠনের নামে সরকারি জায়গা দখলের চেষ্টা করছে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন। পুলিশ সুপারের অনুরোধে গত মঙ্গলবার থেকে অটোরিক্সা শ্রমিক ও মালিক সমিতির আহ্বানে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শ্রমিকরা প্রত্যাহার করে নেয়। মাধবপুর উপজেলা টে¤পু অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, গত এক মাস ধরে কতিপয় লোক শ্রমিক পরিচয়ে টেম্পু অটোরিক্সা সমবায় সমিতির অফিস দখলের চেষ্টা ও ভাংচুরের চেষ্টা চালায়।
গত সোমবার বিকেলে অটোরিক্সা সড়ক পরিবহনের পরিচয়ে শ্রমিকনামধারী কতিপয় লোক অস্ত্র শস্ত্র নিয়ে নিরীহ শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে শ্রমিক শ্রীচরন সরকার ও খোকন মিয়া মারাত্মক রক্তাক্ত জখম হয়।
এরমধ্যে শ্রীচরণকে ঢাকা মেডিকেলে আশংকা জনক অবস্থায় নিবীড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন গোল্ডেনকে প্রধান আসামী করে মাধবপুর থানায় মামলা হয়েছে।
আসামীদের দ্রুত গ্রেফতার ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শমসু মিয়া ও শাহ মোঃ সেলিম জানান, পুলিশ সুপারের শ্রমিকদের নিরাপত্তা ও দোষিদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করা হয়। বৃহষ্পতিবার থেকে উপজেলার প্রতিটি আঞ্চলিক সড়কে অটোরিক্সা চলাচল করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj