ডেস্ক : ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রস্তাবিত পাকিস্তান সুপার লিগ(পিএসএল) টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। পাঁচটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টে ক্রিকেটাররা অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার কথাও জানায় পিসিবি।
এ আসরটিতে পাকিস্তনি ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে রাখা হবে। প্রথম থেকে তৃতীয় সারির ক্রিকেটারদের জন্য পে স্কেল হিসেবে থাকবে যথাক্রমে ১ লক্ষ, ৬০ হাজার ও ৪০ হাজার ইউএস ডলার।
এ ব্যাপারে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘এ আসরটিতে ‘এ’ ক্যাটাগরি ক্রিকেটাররা হবেন ওপরের সারির যেমন, শহীদ আফ্রিদি। এদের আইকন ক্রিকেটার হিসেবে ধরা হবে। তবে অবশ্যই তারা ম্যাচ খেলার ওপর পারিশ্রমিক পাবেন।’
পিসিবি জানায় টি-২০ টুর্নামেন্টটি ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হবে। তবে প্রথমত এটির ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বলা হলেও আমরা কাতারের দোহায় টুর্নামেন্ট শুরু করবো।
পিসিবি আরো জানায় এ আসরটিতে পাকিস্তানি জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও অনুর্ধ্ব-১৯ ও প্রত্যেকটি দলে চার থেকে পাঁচজন বিদেশি ক্রিকেটার অর্ন্তভুক্ত করতে পারবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj