মতিউর রহমান মুন্না/এম,এ আহমদ আজাদ নবীগঞ্জ থেকে ॥ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে নবীগঞ্জ উপজেলায়ও গতকাল রবিবার এক যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৭৭.৫৬%। উপজেলার ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৭শ’ ৭৮ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৩’শ ৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এইচএসসিতে ৩ টি কেন্দ্রে অনুষ্টিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৬শ’ ৩১ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ২শ’ ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ টি কেন্দ্রে অনুষ্টিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১শ’৪৭ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১শ’ ৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। উপজেলার মুকিমপুর মাদ্রাসার কোডে মোস্তফাপুর আলীম মাদ্রাসা ও খাগাউড়া শাহজালাল মাদ্রাসা থেকে শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার মোট ৫শ’ ৪৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪শ’ ৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মোট ২শ’ ৮৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২শ’ ৩১ জন। কীর্তি নারায়ণ কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৫ জন। দিনারপুর কলেজ থেকে মোট ৭৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৫ জন। রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ থেকে মোট ২শ’ ১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২০৩ জন। আউশকান্দি র. প. স্কুল এন্ড কলেজ থেকে মোট ২শ’ ২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১শ’ ৯৯ জন।
জিপিএ-৫ পেয়েছে ১ জন। জগন্নাথপুর এস.এন.পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে মোট ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন কৃতকার্য হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১টি কেন্দ্রে ৫টি মাদ্রাসার মোট ১৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১শ’ ৩৩ জন কৃতকার্য হয়েছে। সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। তাহিরপুর মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন কৃতকার্য হয়েছে। মুকিমপুর মাদ্রাসা থেকে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন কৃতকার্য হয়েছে। খাঘাউড়া শাহজালাল মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই কৃতকার্য হয়েছে। ধুলচাতল মাদ্রাসা থেকে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন কৃতকার্য হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj