সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে একটি মসজিদে আবারও আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। নিহতদের অধিকাংশই নিরাপত্তাবাহিনীর সদস্য। বৃহস্পতিবার আসির প্রদেশের আবহা শহরে এ হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির সরকারি টেলিভিশন নিহতের সংখ্যা ১৭ বলে জানিয়েছিল।
যে মসজিদটিতে বোমা হামলা চালানো হয়েছিল সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের স্থানীয় সদর দপ্তরের অংশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকী তিনজন মসজিদ আঙ্গিনায় কর্মরত শ্রমিক। হামলাকারীরা যখন বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছিল তখন তারা নামাজ পড়ছিলেন। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, এর আগে গত মে মাসে দুই দফায় সৌদি আরবের দুটি মসজিদে বোমা হামলা চালানো হয়েছিল। গত ২২ মে প্রথম দফায় একটি শিয়া মসজিদে হামলায় ২১ জন নিহত হয়েছিল। ওই সময় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল। এর এক সপ্তাহ পরে আরেকটি মসজিদে হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের চেষ্টায় বোমাটি মসজিদের ভেতরে বিস্ফোরন ঘটাতে পারেনি হামলাকারী। তবে ওই ঘটনায় মসজিদের বাইরে চারজন নিহত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj