নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হিরাবাড়ি খালে নৌকা উল্টে বিদ্যুতের খাম্বার নিচে চাঁপা পরে পল্লী বিদ্যুতের দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর পরই পল্লী বিদ্যুতের লোকজন বিষয়টি নিয়ে লুকোচুরি শুরু করেছে। ঘটনার পর থেকে নিহতদের লাশ খোজে পাওয়া যাচ্ছে না। নিহতদের নাম ঠিকানা থেকে শুরু করে সঠিক কোন তথ্যও দেয়নি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন।
এনিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে নৌকা উল্টে খাম্বার নিচে পরে নিহতের পর লাশ দুটি উধাও হল কিভাবে ? নাকি ঘটনাটি দামাচাপা দেয়ার জন্য লাশ দুটি গায়েব করে ফেলা হয়েছে ?
তবে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৈমুর বখত চৌধুরী গভীর রাতে এ প্রতিবেদককে মোবাইল ফোনে নিহতের পরিচয় নিশ্চিত করেন।
নিহতরা হল- মৌলভীবাজার জেলার কুলাউরার জয়চন্ডি ইউনিয়নের ক্লীদ চা বাগানের মৃত লক্ষী প্রসাদ কলের পুত্র মিলন কল (১৮) ও একই এলাকার নারায়ন সবরের পুত্র সুমন সবর (১৯)।
রাত ১টায় তাদের লাশ শায়েস্তাগঞ্জ এসে সনাক্ত করেন জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন কমরু।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগষ্ট) সন্ধ্যার পূর্বে শিবপাশা এলাকা হতে হিরাবাড়ি খাল দিয়ে নৌকা যোগে বিদ্যুতের খাম্বা নিয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের ঠিকাদারের কয়েক জন শ্রমিক পার্শ্ববর্তী মুরাদপুর হাওর দিয়ে আজমিরীগঞ্জের পাহারপুর বাজারে যাওয়ার রওনা হয়। কিছু দুর যাওয়ার পর নৌকাটি খাম্বাসহ উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।
সন্ধ্যার পর ঘটনাটি এলাকায় জানাজানি হলে আশে পাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় খালে নৌকাসহ বিদ্যুতের খাম্বাটি পরে রয়েছে। কিন্তু লাশ দুটি নিয়ে তাদের সাথে থাকা অন্যান্য শ্রমিকরা পালিয়ে গেছে। ঘটনাটি এলাকায় প্রচার হওয়ার সাথে সাথেই শিবপাশা ও মুরাদপুরসহ আশে পাশের লোকজনের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৌমুর বখতের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুণেছি তবে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে নিহতের নাম ঠিকানা দেয়া হয়নি।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ আজমিরীগঞ্জ উপজেলার আবাসিক প্রকৌশলী নোমান আহমেদ নিহতদের নাম ঠিকানা ও লাশ কোথায় রয়েছে তা বলতে পারেননি। পরে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রের ০১৭৬৯-৪০১২৩৪ নাম্বারে যোগাযোগ করা হলে নিহতরা পল্লী বিদ্যুতের ঠিকাদার জাকির হোসেনের শ্রমিক ছিল বলে জানানো হয়।
সর্বশেষ রাত ২টায় ওসি তৈমুর বখত চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj