বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনয় দিয়ে বলিউড মাৎ করেছেন হনুমান ভক্ত সুপারস্টার অভিনেতা সালমান খান; কিন্তু এবার আর অভিনয় দিয়ে নয়। ফের গায়করূপে বলিউড মাৎ করতে আসছেন সালমান। ‘হ্যাংওভার’-গানটিতে কণ্ঠ দেয়ার পর ফের তারই প্রযোজনা সংস্থার ছবি ‘হিরো’র টাইটেল ট্রাকে কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি।
‘হ্যাংওভার’ গানটির ব্যাপক সাফল্যের পর ফের নিজের প্রযোজিত ছবি ‘হিরো’র টাইটেল ট্রাকে গাইবেন সালমান খান। সম্প্রতি নাকি অ্যাকুয়েস্টিক ভার্সনে ইতিমধ্যে গানটির রেকর্ডও করে ফেলেছেন তিনি।
শোনা যাচ্ছে, গানটির কথাগুলো প্রথম যখন সালমান শুনেন তখনই নাকি তার পছন্দ হয়। এমনকি নিজেই গানটি গাওয়ার প্রস্তাব করেন তিনি। এমন গুজবও শোনা যাচ্ছে যে, গানটির ভিডিওতে থাকতে পারেন সালমান।
উল্লেখ্য, ‘কাল হো না হো’ নির্মাতা নিখিল আদভানি আশির দশকের সুভাষ ঘাইয়ের নির্মিত জনপ্রিয় ছবি ‘হিরো’-এর রিমেক করছেন, সেই ছবিতে ‘হিরো’ চরিত্রে ছিল জ্যাকি শ্রফ। প্রায় আড়াইযুগ পর একই নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন একেবারে বলিউডের নতুন জুটি সুরাজ ও আথিয়া। সালমান খান প্রোডাকশনের ছবি ‘হিরো’ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj