বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে উপজেলার ২২৬ জন গরীব-দুঃস্থ-অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ‘হাজী মনফর আলী ও হাজী হালিমা বেগম ওয়েল ফেয়ার ট্রাস্টের’ উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদুর রহমানের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় ওই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা। এউপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।
কারিকোনা গ্রামের প্রবীন মুরব্বী ও ট্রাস্টের ট্রাস্টি মফিজুর রহমানের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমির আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি ও জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ইছবর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার ইয়াসিন আরাফাত, ভার্ড চক্ষু হাসপাতালের ডাক্তার ফারহান ইবনে লতিফ, ফিল্ড ম্যানেজরা সজল দাশ, মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল হোসেন জুবায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, আবুল কাশেম, সংগঠক ফুলকাছ আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২২৬ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে ১৩৫ জন রোগীকে চশমা, ৬৫ জন রোগীকে ঔষধ এবং ২৬ জন রোগীর চক্ষু অপারেশন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj