মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে দুর্বৃত্তরা ২নৈশ প্রহরীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে পাওয়ার হাউজের তালা ভেঙ্গে পানি সেচের ৩টি বৈদুত্যিক ট্রান্সফরমার লুট করে নিয়ে গেছে। গত সোমবার রাতে চা বাগানের ১০নং সেকশনে এ ঘটনা ঘটে।
চা বাগানের ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদী জানান, ওই দিন রাতে চা বাগানের ১০নং সেকশনে ১৫/২০জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নৈশ প্রহরী শহিদুল্লা ও কৃষ্ণপাইনকাকে অস্ত্রের মুখে জিম্মি করে। দুর্বৃত্তরা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে পাওয়ার হাউজের তালা ভেঙ্গে ৩টি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ ৬ লক্ষধিক টাকার লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে নৈশপ্রহরী শহিদুল্লা আহত হয়। তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে চা বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক এএফএম ফরহাদ হোসেন অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন মালামাল উদ্ধার ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ২৪জুলাই রাতে ২৩নং সেকশনে একই কায়দায় ৩টি বৈদুত্যিক ট্রান্সফরমার লুট করে নেয় দুর্বৃত্তরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj