শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে কালো বাজারী টিকেট খেকোদের দৌরাত্ম্য যেন দিন দিন বেড়েই চলছে। আর এর ফলে কালো টিকেট বাজারিদের কাছে অসহায়ত্ব বরণ করে অধিক মূল্যে টিকেট ক্রয় করতে হচ্ছে জেলার ট্রেনে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় এক শ্রেণীর টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরেই যাত্রী সেজে কোর্ট স্টেশন থেকে টিকেট সংগ্রহ করে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করছে।
ইদানিংকালে টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা টিকেট সংগ্রেহ করতে এক প্রকার ভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা নিজেরা লাইনে না দাঁড়িয়ে পরিচিতজন অথবা অন্য কাউকে লাইনে দাঁড় করিয়ে টিকেট সংগ্রহ করে। আর বিনিময়ে তাদের প্রতি টিকেটের জন্য দেওয়া হয় ২০ থেকে ৫০ টাকা। অথচ এসব বিষয়ে তদারকি বা দেখভাল করার জন্য রয়েছে জিআরপি পুলিশ রেলওয়ে তারা যেন রয়েছে নীরব ভূমিকায়। ফলে তাদের চোখে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আন্তনগর ট্রেনের টিকেটে কালোবাজারিরা তাদের অনৈতিক কার্যকালাপ চালিয়ে যাচ্ছে। আর দূর থেকে আসা সাধারণ ট্রেন যাত্রীরা পরছে বিপাকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj