ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত সিরিজটি শেষ হয়ে যাচ্ছে আগামীকালই (মঙ্গলবার)। পরশুদিন ঢাকা ত্যাগ করবে হাশিম আমলার দল। এরপর প্রায় দুই মাসের বিরতি। বিরতি কাটিয়ে অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টিম বাংলাদেশ। টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকা এসে পৌঁছাবে মাইকেল ক্লার্কের দল।
ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ খেলতে থাকা অস্ট্রেলিয়া এরপর খেলবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তারা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলে নভেম্বরে অসিরা সফর করবে নিউজিল্যান্ড। এরপর ডিসেম্বরে আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানাবে তারা।
মোট কথা দারুণ এক ব্যস্ত সিডিউল অসিদের। এরই মাঝে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অস্ট্রেলিয়ার আগমন এবং তাদের বিপক্ষে খেলার সূচি প্রকাশ করা হয়। তাতেই দেখা যাচ্ছে ২৮ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল।
৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। তার আগে ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে অসিরা খেলবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
এরপর ৬ অক্টোবর যাবে চট্টগ্রাম। প্রথম টেস্ট শেষে ১৪ অক্টোবর ঢাকা ফিরে আসবে দুই দল। ১৭ অক্টোবর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২২ অক্টোবর ঢাকা ত্যাগ করবে অসিরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj