শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা - সিলেট মহাসড়ক দিয়ে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধে পুলিশ ছিল তৎপর। এর ফলে যাত্রী ও সিএনজিগুলো বিকল্প পথে চলাচল করেছে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ শহর থেকে সুতাং, শাহজিবাজার, অলিপুরগামী সিএনজি যাত্রীরা বিকল্প যানবাহন ব্যবহার করেছেন। অনেকে আবার সিএনজি দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছান। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার ও নতুন ব্রিজ থেকে হবিগঞ্জগামী যাত্রীরা সহজেই সিএনজিযোগে যাতায়াত করেছেন। কিন্তু মাধবপুর, বাহুবল, পুটিজুরী, মিরপুরগামী সিএনজি যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরে অবশ্য তারা বিকল্প গাড়ি ব্যবহার করে গন্তব্যে পৌঁছান।
মহাসড়কে যাতায়াত করতে না পারায় সিএনজি চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়ক আমরা ব্যবহার করি যাত্রীদের সুবিধার জন্য। তারা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। যাত্রী সাজু মিয়া, ফাহিমা, জাফর আলী বলেন- সিএনজিতে সহজে চলাচল করা যায়। তবে দুর্ঘটনার ভয় বেশী। তারপরও আমরা সহজে যাতায়াতের জন্য সিএনজি অটোরিক্সা ব্যবহার করি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন, শায়েস্তাগঞ্জে মহাসড়ক দিয়ে সিএনজি চলাচল করতে দেয়া হয়নি। সিএনজি চলাচল বন্ধে পুলিশ সার্বক্ষণিক তৎপর ছিল।
হাইওয়ে থানার ওসি মোঃ এজাজুল ইসলাম বলেন, আমরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছি। সিএনজি আসলে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলি। পরে তারা বিকল্প রাস্তা ব্যবহার করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj