নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী গ্রামের বন্যার্ত মানুষের মধ্যে বুধবার বিকালে ত্রান বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় দীঘরবাক বাজারে ত্রান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, সাবেক চেয়ারম্যান আবু সাইয়্যিদ এওলা মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, সাংগঠনিক গোলজার মিয়া, ইউপি মেম্বার আফতাব উদ্দিন, ফখরু মিয়া, পিআইও জহিরুল ইসলাম, নজমুল হোসেন, বশির আহমদ ও সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ।
ক্ষতিগ্রস্থ এলাকায় ৫ মেঃ টন চাল ও নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দূর্গত মাঝে প্রশাসনের উদ্যোগে ত্রান বিতরণ মানুষদের পাশে অতিতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবেন। কারন আওয়ামীলীগ মানুষের কল্যাণে রাজনীতি করে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, তাৎক্ষনিক ভাবে সরকারের সীমাবদ্ধতার মধ্যে উল্লেখিত চাল ও টাকা বিতরণ করা হলো।
ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো। তিনি সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও বৃত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, কুশিয়ারা নদীর পানি উপচে তীরবর্তী গ্রাম গুলো প্লাবিত হলে উপজেলা নির্বাহী অফিসার উক্ত ত্রান দেয়ার উদ্যোগ গ্রহন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj