নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ ফখরু মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বর্ন্যাতদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে স্থানীয় ফাদুল্লা মুড়ার বাজার প্রাঙ্গনে ইউপি মেম্বার মোঃ ফখরু মিয়ার সভাপতিত্বে উক্ত ত্রান বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার কাউন্সিলর ও প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম। বিশেষ অতিথি ছিলেন ইউপির প্রাক্তন চেয়ারম্যান আবু সাইয়্যিদ এওলা মিয়া ও বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট শাহজান সিরাজ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী আব্দুর নুর, ইউপি মেম্বার অনুধা রঞ্জন সরকার, মল্লিকা রানী পাল, সামছু মিয়া, শামীম আহমদ মনা, আব্দুর রউপ, বশির মিয়া, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান তছনু, সেলিম আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় কাউন্সিলর ও প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম বলেন, দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে এ র্দূগতিতে পড়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। এক্ষেত্রে সরকার তাদের এ অবস্থার পরিবর্তন আনতে হলে স্থায়ী সমাধানের পথ খোঁেজ বের করার দাবী জানান।
তিনি এই দূর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য সরকার, জনপ্রতিনিধির পাশাপাশি বৃত্তবান মানুষদের এগিয়ে আশার আহ্বান জানান। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রায় ৩ শতাধিক বর্ন্যাত মানুষের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj