ডেস্ক: সেলফি জ্বরে কাঁপছে পুরো দুনিয়া। বিশেষ করে তরুণরা ফেসবুকে বেশি লাইক পাওয়ার জন্য বাহারি ঢঙে ও রঙে সেলফি তুলে থাকেন। এই সেলফি তোলার অভ্যাস অনেকের শখে পরিণত হয়েছে। পোষা প্রাণির সঙ্গে সেলফি তোলা বেশি পছন্দ করেন অনেকে।
নিজেদের জাহির করার জন্য সেলফি চমকে কখনো কখনো বিব্রত এবং বিপদে পড়তে হয়। কখনো বা আক্কেল সেলামি হিসেবে প্রাণটাও যায়। এমনি ঘটনা ঘটেছে যু্ক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোতে। টড ফ্যাসলার নামের এক সেলফিপ্রেমী র্যাটল স্নেকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সাপের কামড় খেয়েছেন।
প্রাণ বাঁচাতে দ্রুত হাসপাতালে ভর্তি হলে বিলের বোঝায় তার প্রাণ প্রায় ওষ্ঠাগত। কেননা হাসপাতালে তার বিল হয়েছে ১ কোটি ১৯ লাখ ১১ হাজার ৭০৬ টাকা।
ফোনএরিনা নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট জানিয়েছে, টড ফ্যাসলার বছর খানেক আগে ঝোঁপ থেকে একটি র্যাটল স্নেকের ছানা ধরে নিয়ে আসে। এরপর সেটি সে পুষতে শুরু করে। সাপটি কিছুটা বড় হলে ফ্যাসলার একদিন এটির সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দেয়। অমনি সাপটি তার হাতে ছোবল দিয়ে বসে।
ফ্যাসলারকে বিষমুক্ত করতে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। ডাক্তার তার শিরায় অ্যান্টি ভেনম ইনজেকশন দিয়ে তাকে বাঁচিয়ে তোলে। তাকে একটানা পাঁচ দিন চিকিৎসা নিতে হয়েছে। ফ্যাসলার সুস্থ হলেও হাসপাতালের বিল দেখে তার চক্ষু চড়কগাছ।
কেননা হাসপাতালের কোটি টাকার বিল পরিশোধ করতে হবে তাকে এটা তার ধারণার বাইরে ছিল।
এই ঘটনায় ফ্যাসলারের শিক্ষা হয়েছে। সেই সঙ্গে সেলফি তোলার খায়েশও আর নেই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফ্যাসলার তার পোষা র্যাটল স্নেকটিকে ঝোঁপের মধ্যে ছেড়ে দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj