ডেস্ক : মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে সচিবালয়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো এবং কর্মস্থলে ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ স্থান আশুলিয়ায় সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাইপাইল পর্যন্ত নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করার সিদ্ধান্তও গৃহীত হয়।
সভা শেষে মন্ত্রী বলেন, “জাতীয় মহাসড়কে সিএনজি চলতে পারবে না, আজ এ সিদ্ধান্ত নিয়েছি। সরকার উদ্যোগী হওয়ায় ইতোমধ্যে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন-করিমন চলাচল কমে গেছে। নতুন উপসর্গ মহাসড়কে সিএনজি (অটোরিকশা)। অতীতে এতো সিএনজি অটোরিকশা ছিল না, এ সকল অটোরিকশা দুর্ঘটনা ঘটাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, আশুলিয়া একটি স্থায়ী ডেনজার পয়েন্ট। প্রতিবারই এখানে সমস্যা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে সেতু বিভাগ দেখেছে এয়ারপোর্ট থেকে বাইপাইল পর্যন্ত ২২ কিলোমিটার সড়কে ভূমি অধিগ্রহণের মতো জায়গা নেই। ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে পানি নিষ্কাশনের জায়গাও নেই।
কাজেই সিদ্ধান্ত নিয়েছি এলিভেটেডএক্সপ্রেসওয়ে নির্মাণের। অলরেডি একটি বিদেশি সরকার ফান্ডের সম্মতিও দিয়েছে, সম্মতিপত্র অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) জমা রয়েছে। সূত্র : বিডিলাইভ২৪
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj