নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী এলাকা উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রাম, কসবা, চরগাঁও, উমরপুর, গালিমপুর, মাধবপুর, কুমারকাঁদা (একাংশ), আহম্মদপুর, ফাদুল্লা, রাধাপুর, জামারগাঁও, রাধাপুর প্রাইমারী স্কুলসহ বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে। বাড়ি-
ঘরে আবার অনেকের বাড়ির আঙ্গিনায় পানি ওঠে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। অকস্মাৎ এ বন্যায় তলিয়ে গেছে প্রায় কয়েক শত একর জমির ধানের চারা। এনিয়ে কৃষকরা রয়েছেন মহা দুঃচিন্তায়। অপর দিকে অনেক লোকদের বেশ কয়েকটি মৎস্য খামার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া কুশিয়ারা ডাইকের উপর পানি থৈথৈ করছে। এসব বন্যা প্লাবিত স্থান পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান, ইনাতগঞ্জ আওয়ামীলীগ সাবেক সভাপতি আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, ৪নং দীঘলবাক আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন,সাবেক চেয়ারম্যান এওলা মিয়া ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার শিকদার, ইনাতগঞ্জ ছাএলীগ সদস্য কাইফু আহমেদ, রায়হান আহমদ,জাহান আহমদ, প্রমূখ। ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আলমগীর চৌধুরী বলেন, কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রাম গুলোর লোকজন পানিবন্দী অবস্থার খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখলাম এবং অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj