মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল বাছিত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা হযরত মাও: কাজী মুখলিছুর রহমান ।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী আব্দুর রউফ বাহার , বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখা সেক্রেটারি মোজ্জাম্মিল হুসাইন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ অলি উল্লাহ জহির।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামি চুনারঘাট উপজেলা শাখা সেক্রেটারি প্রভাষক কামরুল ইসলাম, জেলা জামাত ইসলামের কর্ম পরিষদ ডাক্তার শামছুর রহমান, জামাত ইসলামি শায়েস্তাগঞ্জ পৌরসভার সেক্রেটারি ডাক্তার তাহিকুল ইসলাম, বাংলাদেশ উলামা পরিষদ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান খাইরুল। শেষে মোনাজাত পরিচালনা করেন মাও: মুখলিছুর রহমান।