বিশেষ প্রতিনিধি :
পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে আশার আলো ফাউন্ডেশন। বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটি রমজানে ইফতার সামগ্রী বিতরণ শুরু করে।
অষ্টম রমজান,রবিবার ৯ই মার্চ অসহায়,দুস্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে আশার আলো ফাউন্ডেশন।
উজিরপুর, বানারিপাড়া সামাজিক উন্নয়ন ও মানবসেবায় নিবেদিত সংগঠন আশার আলো ফাউন্ডেশনের প্রতি বছরই রমজান মাসে তাদের আয়োজন থাকে চোখে পরারমতো।
২০১১ সালে প্রতিষ্ঠিত আশার আলো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করা সহ সংগঠনটি হতদরিদ্র পরিবারকে সাহায্যের অংশ হিসেবে প্রতি রমজানে তারা ইফতার সামগ্রী বিতরণ করে আসছে।
সভাপতি মোহাম্মদ নিয়াজ মাহমুদ বলেন, "আমরা উজিরপুর ও বানারিপাড়া উপজেলায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি।আমরা সুখে, দু:খে তাদের পাশে থাকতে চাই।
সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মুঈন বলেন, "আশার আলো ফাউন্ডেশন মাধ্যমে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই।আমরা এই ইফতার সামগ্রী বিতারন কে উপহার বিতরণ হিসাবে দেখি।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো:রাশেদুল হাসান মহাসিন।তিনি তার বক্তব্যে বলেন সামাজিক উন্নয়ন ও মানবসেবায় আশার আলো ফাউন্ডেশনের আগেও সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মো:আজিজুল মৃধা,নাদিম মৃধা এবং সদস্য ইমরান মৃধা, মিরাজ মৃধা এছাড়াও, কোষাধ্যক্ষ মো: নাঈম মৃধা এবং সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম (জিসান) সহ সমাজের সম্মানিত ব্যক্তিগন ।
সহযোগিতা পেয়ে স্থানীয়রা আশার আলো ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj