ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটীয় রেকর্ড কখনোই ভালো ছিল না। কিন্তু দুই দলের এবারের দ্বিপক্ষীয় সিরিজের সীমিত ওভারে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তোলে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।
সীমিত ওভারের ক্রিকেটের পর এবার লংগার ভার্সন পরীক্ষায় বাংলাদেশ। আইসিসি র্যাংঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট পরীক্ষায় মঙ্গলবার মাঠে নামছে মুশফিক বাহিনী। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার শেষে বিনা উইকেটে ১৮ রান তুলেছে প্রোটিয়ারা। ব্যাট করছেন এগলার ও ফন জিল।
৭৮তম বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছে তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের।
প্রসঙ্গত, ২০০২, ২০০৩ ও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটিতেও জয় নেই। ফলোঅন করে ইনিংস ব্যবধানে হেরেছে অধিকাংশ টেস্টে। গেল ৭ বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এখন আর ফলোঅন করে ইনিংস ব্যবধানে হারার মতো দল নেই। ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে এবার টেস্টেও সাফল্য পায় নাকি তাই দেখার বিষয়।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, , মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, , ফাফ ডু প্লেসি, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, তেম্বা বাভুমা, স্যায়মন হারমার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj