শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শোক,শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো শিক্ষানুরাগী ও সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরকে।শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ, কবির কলেজিয়েট একাডেমিসহ অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আব্দুল কবির ৩ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে জানাজর নামাজ অনুষ্ঠিত হয়।
সাবাসপুর গ্রামের বাসভবন থেকে অ্যাম্বুলেন্স যোগে মরদেহ ‘জহুর চান বিবি মহিলা কলেজ’ মাঠে নিয়ে এলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন, শুভার্থী ও প্রিয় মানুষেরা। ছিল হাজার হাজার মুসল্লিদের ঢল।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। জানাজা শেষে চোখের জলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
জানাযার পূর্বে মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমদ অলি, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আব্দুল কাইয়ূম, মরহুমের বন্ধু কাপ্তান হোসেন, সমাজসেবী শাহজান মিয়া (মুরুব্বি) এং মরহুমের ভাতিজা ইমন শরীফ।
জানাজা অনুষ্ঠানে জহুর চান বিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবালসহ হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আলেম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের শিক্ষা বিস্তারে অনবদ্য রেখে না ফেরার দেশে চলে গেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবী শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির (৭১)।
সোমবার ( ৩ মার্চ) সকাল সোয়া দশটায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির হবিগঞ্জের শিক্ষাবিস্তােেরে ব্যাপক ভূমিকা পালন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj