আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে নবীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিমুদ্দিনের নেতৃত্বে একদল সেনা সদস্য সহযোগিতা করেন।
জানা যায়, রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেটের মাধ্যমে বোতল জাতীয় সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ ওঠে। এতে ভূক্তারা চরম ভোগান্তির শিকার হন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে আল বারাকা এন্টারপ্রাইজ কে ৪০ হাজার টাকা, বাণী ষ্টোরকে ১৫০০০ টাকা, বেনু ষ্টোরকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসের সাথে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধে ভাই ভাই কসাই খানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন বলেন, পবিত্র রমজান মাসের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা প্রদান করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj